শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় 'ফার্টিলিটি ফ্যাক্টস': এবার মাতৃদিবসের বড় উপহার বন্ধ্যাত্ব মুক্তি

Reporter: গোপাল সাহা | লেখক: AD ১২ মে ২০২৫ ১৫ : ১৯Abhijit Das


গোপাল সাহা: এবার সিনিয়ার ডাক্তারদের যৌথ প্রচেষ্টায় মাতৃ দিবসের বড় উপহার হিসেবে 'অম্বুজা নেওটিয়া হেল্থ কেয়ারে'র একটি উদ্যোগ #FertilityFacts অর্থাৎ ইন ভিন্ট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ ও প্রসব অথবা সন্তান ধারণের বিকল্প পদ্ধতিতে মাতৃত্ব ফিরিয়ে দেওয়া, এবং একই সাথে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সময় মত ও প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

বহু মহিলারা অথবা বিবাহিত যুগল সন্তান নিতে অথবা মাতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে এর প্রধান কারণ যেমন জীবনধারণের পদ্ধতি একটা বড় কারণ, এছাড়াও পরিবেশ দূষণ, সময়মতো সন্তান প্রসব না করা, মাদকাসক্তি ইত্যাদি কারণে, এছাড়াও পুরুষ বা নারীদের ক্ষেত্রে অক্ষমতা মাতৃত্ব থেকে অথবা সন্তান থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আর তাদেরকেই মাতৃত্ব বা সন্তান প্রাপ্তির অক্ষমতাকে সক্ষম করতে এই পদ্ধতি অর্থাৎ ইনভিনট্রো ফার্টিলাইজেশন, যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানভিত্তিক ভাবে সন্তান প্রসবের বিকল্প পদ্ধতি।  

তবে পরিসংখ্যান বলছে দেশে এখনো পর্যন্ত ২.৫ থাকে ৩ মিলিয়ান মানুষ এই পদ্ধতিকে গ্রহণ করতে পেরেছে। চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে দেশে বর্তমানে এই পদ্ধতিতে সন্তান ধারণের সাফল্য ৫০% থেকে ৬০%। আর মাতৃ দিবসের উপলক্ষে মাতৃত্বের উপহার মায়েদের হাতে তুলে ধরতে এক অনবদ্য প্রচেষ্টা চিকিৎসকদের সঙ্গে 'অম্বুজা নেওটিয়া হেলথ কেয়ারে'র 'দি ফলটিলিটি সেন্টার' যৌথ উদ্যোগে 'ফার্টিলিটি ফ্যাক্টস' নামে একটি উদ্যোগ। তাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন মাতৃত্বের উপহার, অপরদিকে প্রজনন সম্পর্কে মানুষের কাছে সঠিক ধারণা ও রোগী পরামর্শের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া, যাতে মানুষ তাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারে, চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

উল্লেখ্য, চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, বন্ধ্যাত্বের কারণ শুধু নারী নয় পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। বর্তমানে তার পরিমাণ যথেষ্টই বাড়ছে এবং পুরুষদের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ শতাংশ ছিল, এখন তার পরিমাণ আরও ক্রমাগত বাড়ছে। 

এছাড়া বন্ধ্যাত্বের আরও কিছু কারণ উল্লেখযোগ্য ভাবে বলা যায়- 
১) জীবনধারণ পদ্ধতি অর্থাৎ ফাস্টফুড খাওয়া, 
২) অতিমাত্রায় মাদকাসক্তি, 
৩) কর্মজীবনে মানসিক চাপ ইত্যাদি। এছাড়াও 
৪) শরীরের যত্ন না নেওয়া, শরীর চর্চা না করা, সহবাসে অনীহা, স্বামী স্ত্রীর যৌন সম্পর্কে দূরত্ব বৃদ্ধি, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই ডিম্বাণু ও শুক্রাণুর পুষ্টির অভাবে এই সমস্যা বেড়ে চলেছে। 
    এছাড়াও সঠিক সময়ে সন্তান ধারণ না করা এবং ব্যক্তিগত কারণে অনেক দেরিতে সন্তান নিতে গেলেও বড় রকম সমস্যা আসতে পারে। কারণ বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণু ও ডিম্বাণুর সুস্থতার পরিমাণ কমতে থাকে। যার ফলে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

ক্লিনিকল সাইকোলজিস্ট অঞ্জনা ঘোষ (দ্য ফার্টিলিটি সেন্টার) বলেন, “বন্ধ্যাত্বের ক্ষেত্রে স্ট্রেস বা মানসিক চাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম্বাণু বা শুক্রাণুর গুণমান ছাড়াও, মানসিক স্বাস্থ্য প্রজনন সক্ষমতায় গভীর প্রভাব ফেলে। অনেক রোগীই বুঝতে পারেন না যে মানসিক চাপ তাঁদের প্রজনন সমস্যার একটি বড় কারণ হতে পারে। তারা প্রায়শই এটি চুপচাপ সহ্য করেন, যা মানসিকভাবে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।"

এই বিষয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম চিকিৎসক (স্ত্রী রোগ বিশেষজ্ঞ) শবনাম পারভীনের সঙ্গে, তিনি বলেন, "আজকের দ্রুতগতির জীবনে প্রজনন স্বাস্থ্য প্রায়শই উপেক্ষিত হয়। ব্যথাযুক্ত ঋতুস্রাব ও অনিয়মিত মাসিকের মতো উপসর্গগুলোকে সাধারণত গুরুত্ব দেওয়া হয় না। চকোলেট সিস্ট, ফাইব্রয়েড, এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো শারীরিক সমস্যা প্রায়ই নির্ণয়হীন থেকে যায়, যা ভবিষ্যতে বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। দ্রুত নির্ণয়ই একমাত্র উপায় এই জটিলতা প্রতিরোধ ও সফল ফলাফলের জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তবে তা শুধুমাত্র প্রজনন স্বাস্থ্য নয়, মেটাবলিক রোগ থেকেও রক্ষা করতে পারে।

এ বিষয়ে তিনি আরও বলেন,"আইভিএফ-এর সাফল্যের হার বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, বিশেষ করে ত্রিশোর্ধ্ব নারীদের ক্ষেত্রে। তাই প্রজনন স্বাস্থ্য রক্ষায় সচেতনতা ও আগাম পদক্ষেপ অপরিহার্য। আগে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে অন্যের অর্থাৎ অপরিচিত কোন ব্যক্তির শুক্রাণু ব্যবহার করা হবে, কিন্তু এখন সেই ধারণা বদলেছে এবং ভরসা করছে মানুষ"।


Fertility FactsInfertility

নানান খবর

নানান খবর

লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

ফের নৃশংস র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে

পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি

শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও

নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য

রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?

আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক

ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও

শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন

সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ

সোশ্যাল মিডিয়া